৯৭তম অস্কার,সেরা অভিনেতার পুরস্কার জিতলেন যারা

admin2

৯৭তম অস্কার,সেরা অভিনেতার পুরস্কার জিতলেন যারা। Dhakainlight.com

এবারের ৯৭তম অস্কারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। দীর্ঘ ২২ বছর পর ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অভিনেতা এ নিয়ে দ্বিতীয়বার অস্কার জিতলেন। তারকাদের জমকালো আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয়েছে অস্কারে বিজয়ীদের নাম ঘোষণা। এবারের ৯৭তম অস্কারের মঞ্চে দ্বিতীয়বার অস্কার জিতলেন অ্যাড্রিয়েন ব্রডি।

২০০৩ সালে ‘দ্য পিয়ানিস্ট’র জন্য প্রথম অস্কার জয় করেন এ অভিনেতা। মাত্র ২৯ বছর বয়সে সে সময় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জয়ের রেকর্ড গড়েন তিনি।

‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক স্থপতির হৃদয়স্পর্শী জীবন নিয়ে নির্মাণ করা হয়েছে। সিনেমায় তুলে ধরা হয়েছে, ইহুদি বিদ্বেষ, বর্ণবাদ, গণহত্যা, ঘৃণার পরিবেশে দীর্ঘস্থায়ী ট্রমার মধ্যে জীবনযাপন করেন তরুণ এক স্থপতি। প্রতিকূল পরিস্থিতিতে তবু সে তার আশা হারায় না।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্রডি। ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারে সিনেমাটি ১০টি শাখায় মনোনয়ন পেয়েছে।

প্রসঙ্গত, ২০০৩ সালে ব্র্যাডি করবেটের ‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্য ৭৫তম অস্কার প্রথম উঠেছিল তার হাতে। এবারও একই নির্মাতার পরিচালনায় সেরার অভিনেতার খেতাব জিতলেন তিনি।

Leave a Comment

Footer Section