গাজীপুরের সালনায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ১৩ ঘণ্টা বন্ধ ছিল। দীর্ঘ সময় পর আজ সোমবার ভোরে পরিস্থিতি স্বাভাবিক হয়, ফের চলতে শুরু করে ট্রেন।
বাংলাদেশ রেলওয়ের (উত্তর) সিনিয়র নির্বাহী প্রকৌশলী মো. জুয়েল মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, “ঢাকা থেকে রিলিফ ট্রেন এসেছে। প্রায় ১৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।”
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো রাতেই জয়দেবপুর জংশনে সরিয়ে নেওয়া হয়েছে। সালনা এলাকায় প্রায় দেড় কিলোমিটার রেললাইনে মেরামতের কাজ করা হয়। ভোররাত সোয়া ৩টার দিকে কাজ শেষ হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
উল্লেখ্য, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনটির শেষ প্রান্তে থাকা একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এতে ঢাকার দিক থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন জয়দেবপুর স্টেশনে আটকা পড়ে, সৃষ্ট হয় ভোগান্তি।
ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজ শেষ করতেই লেগে যায় রাতভর। শেষ পর্যন্ত ১৩ ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়।