ঢাকা ইন লাইট ডট কম রিপোর্ট
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো এক বিশাল গণজমায়েত—‘মার্চ ফর গাজা’। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে এই সমাবেশে অংশগ্রহণ করেন দেশের নানা প্রান্ত থেকে আগত হাজারো মানুষ, যারা ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমবেত হন।
গণজমায়েতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, “বাংলাদেশের সব দল, মত, চিন্তা-দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিন ও মজলুম গাজার পাশে আছে, সহাবস্থান করছে।” তিনি আরও বলেন, “আমরা এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে; কিন্তু মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা ও ভূমির অধিকারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

সমাবেশে বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী বলেন, “ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে একেকটা আল কুদস।” তিনি আরও বলেন, “আজকের এই গণসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি।”
গণজমায়েত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। এ সময় বক্তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি অঞ্চলটিতে চলমান গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করার আহ্বান জানানো হয়।
এই গণজমায়েত প্রমাণ করে দিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা নিছক আবেগ নয়, বরং এটি একটি সুসংহত জনমতের বহিঃপ্রকাশ।
