যশোর বোর্ডে দশম শ্রেণির বিষয় ও ছবি সংশোধনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

News Desk

যশোর বোর্ডে দশম শ্রেণির বিষয় ও ছবি সংশোধনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত. Dhakainlight.com

যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের শাখা, বিষয় ও ছবি সংশোধনের আবেদন প্রক্রিয়া চলছে। অনলাইনে এ সংশোধনের সুযোগ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত থাকবে।

এর আগে সংশোধনের আবেদন ফি ব্যতীত আবেদনের সময়সীমা ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। তবে এখন প্রতি শিক্ষার্থীর জন্য ৮০০ টাকা ফি দিয়ে নিবন্ধন কার্ড সংশোধনের আবেদন করা যাবে ১ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যশোর বোর্ডের ওয়েবসাইট (www.jashoreboard.gov.bd) থেকে Institute Panel-এ লগইন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য দিয়ে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণের পর ‘Print Sonali Sheba’ অপশন থেকে ফর্ম প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফিস জমা দিতে হবে।

সংশোধনের নিয়ম অনুযায়ী—
প্রতিষ্ঠানের EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ (এসএসসি ২০২৬) নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর Student ID দিয়ে তথ্য খুঁজে সংশোধনী ফরম পূরণ করতে হবে।

এছাড়া নিবন্ধন কার্ডে ছবি, বিভাগ বা বিষয় কোড–সংক্রান্ত কোনো ভুল থাকলে তা পরীক্ষা শুরুর আগেই সংশোধন করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে পরবর্তীতে কোনোভাবেই তা করা যাবে না। এই বিষয়ে সকল দায়ভার প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।

নিবন্ধন কার্ড না পেলে Student Management থেকে ‘Final Submit’ করা হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: www.jessoreboard.gov.bd

Leave a Comment

Footer Section