‘মসনদটা মনে হয় এখন কেউ কেউ আর ছাড়তে চায় না’—এই ভাষায় নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার দুপুরে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জয়নুল আবেদীন ফারুক বলেন, নয় মাস অতিবাহিত হলেও এখনো নির্বাচনের তারিখ ও রোডম্যাপ দেওয়া হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি সাড়ে নয় মাসেও নির্বাচন আয়োজন করতে না পারেন, তাহলে সন্দেহ তো হবেই—দেশে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে কিনা।
তিনি আরও বলেন, অতীতে মাত্র তিন মাসেই নির্বাচন করেছে বিচারপতি শাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকার কেন এতটা সময় নিয়েও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারছে না, সে বিষয়ে জনগণের মনে প্রশ্ন জেগেছে।
বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে আবারও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনার সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণতন্ত্রকে ‘শেখ মুজিবের মতো গলা টিপে হত্যা করা হয়েছে’। তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এক সময় ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছিল, এখন আবার এক ধরনের গোপন অপচেষ্টা চলছে বিএনপিকে রাজনীতি থেকে মাইনাস করার। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘কে বড় নেতা, কে কোথায় থাকে—এসব হিসাব বাদ দিয়ে শুধু মনে রাখতে হবে আমি বিএনপি করি। এই পরিচয়টাই এখন বড় অস্ত্র।’
বিএনপি নেতা বলেন, ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা-কর্মীদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। কেউ ঘরে থাকতে পারেনি, অনেকের প্রাণহানি ঘটেছে। কিন্তু এরপরও বিএনপির নেতা-কর্মীরা কখনো আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়নি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।