পাকিস্তান ও ভারত পরস্পরের উড়োজাহাজ চলাচলের ওপর যে আকাশসীমা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। শুক্রবার দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা আগামী ২৪ জুন ভোর ৪টা ৪৯ মিনিট পর্যন্ত কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় ভারতীয় নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন কিংবা ইজারা নেওয়া সব ধরনের উড়োজাহাজ—সামরিক ফ্লাইটসহ—পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা ভূমি থেকে শুরু করে সীমাহীন উচ্চতা পর্যন্ত প্রযোজ্য। ফলে কোনো ভারতীয় উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। তবে অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না।
একই ধরনের পদক্ষেপ নিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানে নিবন্ধিত, পরিচালিত বা ইজারাকৃত কোনো উড়োজাহাজ ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য, গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর প্রথমবারের মতো উভয় দেশ পরস্পরের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে। এর ধারাবাহিকতায় এবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। দুই দেশের মধ্যকার উত্তেজনা ও কূটনৈতিক দূরত্বের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে কিছুটা প্রভাব ফেললেও, তা শুধুমাত্র দ্বিপক্ষীয় ব্যবস্থায় সীমাবদ্ধ রাখা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে দুই দেশের বিমান সংস্থাগুলোকে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, যা সময় ও খরচ বাড়িয়ে দিচ্ছে। তবে কবে নাগাদ এ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, তা এখনো অনিশ্চিত। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকার আশঙ্কা রয়েছে।