ব্যাটিংয়ের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ সালাউদ্দিনের

admin2

ব্যাটিংয়ের সমস্যা দ্রুত সমাধানের তাগিদ সালাউদ্দিনের, Dhakainlight.com

ব্যাটিংয়ে সমস্যাটা বাংলাদেশ দলের বেশ পুরনো রোগ। এমন দুরারোগ্য ব্যধির ফলে টানা একের পর এক ম্যাচ হেরেই গিয়েছে বাংলাদেশ, তবুও সেই রোগের ঔষধ মেলেনি। আইসিসির ইভেন্টে বাংলাদেশের টানা ব্যর্থতার একটি বড় কারণও ব্যাটিং ব্যর্থতা

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২২৮ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছে ২৩৬ রান। আধুনিক ওয়ানডে ক্রিকেটে যে এগুলো তেমন কোনো রান নয়, তা নিশ্চয়ই আলাদাভাবে বলে দেওয়ার দরকার নেই।

দলের এমন ব্যাটিং দুর্দশা মেনে নিচ্ছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘(রাওয়ালপিন্ডিতে ভালো রেকর্ড প্রসঙ্গে) আসলে আমি ইতিহাসে বিশ্বাস করি না। গত ম্যাচগুলোয় আমরা ভালো খেলিনি। ভালো ব্যাটিংও করতে পারিনি। আগে আমরা কী করেছি এটা নিয়ে একদমই ভাবছি না। কালকে ভালো করতে হবে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। ব্যাটিংও ভালো করতে পারিনি। এটাই চিন্তার ব্যাপার। প্রথম ম্যাচে টপ অর্ডার, গত ম্যাচে মিডল অর্ডার ভালো করেনি। এখানে দ্রুত আমাদের সমস্যা ঠিক করতে হবে। উইকেট ভালো। কালকে আরও ভালো ব্যাট কীভাবে করা যায় সেটাই ভাবছি। বোলাররা ২ ম্যাচে ভালো করছে। আশা করি কালকেও আমরা ভালো করতে পারব ইনশাআল্লাহ।’

স্কোয়াডে সুযোগ না পাওয়া লিটন দাসকে দল মিস করছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘আসলে আমি মাত্রই বললাম যে আমি অতীত নিয়ে ভাবি না। এখানে ১৫ জন প্লেয়ার আছে। এদের নিয়েই ভাবতে হবে। যে দলে নেই তাকে নিয়ে এখানে ভাবা যাবে না। টুর্নামেন্ট শেষে ভাবা যায়। যারা এখানে আছে তারাই আমাদের দলের সেরা ১৫ জন ক্রিকেটার।’

সালাউদ্দিন আরও বলেছেন, ‘এই ম্যাচেও (নিউজিল্যান্ড ম্যাচে) আমরা বাজে খেলেছি। যখন রান বাড়ানোর সময় ছিল তখন আমরা পারিনি। ব্যাটারদের আমি দোষ দিব না। সঠিক বোলারকেই তারা চুজ করেছিল কিন্তু শট এক্সিকিউশন ভালো ছিল না। ফেয়ারলেস এর পাশাপাশি সেন্সিবলও খেলতে হবে। হয়ত সঠিক শট সিলেকশন ছিল না। মেন্টালিটি, ইতিবাচকতা সবই আছে দলের মধ্যে।’

পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে সালাউদ্দিন জানান, ‘টুর্নামেন্টে দুই দলের ভবিষ্যত দেখলে আসলে কোনো কিছুই পাওয়ার নেই। একটা টুর্নামেন্ট খেলতে এসেছি। যেহেতু শেষ ম্যাচ আমরা যদি ভালো করতে পারি তাহলে আমাদের জন্য এটা ভালো দিক হবে। শেষ ২ ম্যাচে যেসব ভুল করেছি সেগুলো যেন আর না করি। উন্নতির অনেক জায়গা আছে সেগুলো খুব দ্রুত আমাদের করা উচিত। আসলে কখন যে আত্মবিশ্বাস পাবেন বা কখন মোমেন্টাম ঘুরে যেতে পারে তা আসলে কেউ বলতে পারে না। আমি মনে করি, প্রতিটা ম্যাচই প্রতিটা প্লেয়ারের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি কেউ ভালো কিছু নিয়ে যেতে পারে তার জন্য হয়ত সামনে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে পারে। আমি মনে করি প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। টুর্নামেন্ট থেকে হয়ত আমরা আউট হয়ে গিয়েছি। তবে সামনে অনেক ভবিষ্যত আছে। এই ম্যাচটাও অনেক ক্রিকেটারের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’

Leave a Comment

Footer Section