নতুন ম্যালওয়্যার শনাক্ত করল গুগল, কীভাবে আঘাত হানে জানেন

News Desk

নতুন ম্যালওয়্যার শনাক্ত করল গুগল, কীভাবে আঘাত হানে জানেন. Dhakainlight.com

গুগল নতুন একটি ম্যালওয়্যার শনাক্ত করেছে, যা রাশিয়াভিত্তিক হ্যাকার দল কোল্ড রিভার গ্রুপের তৈরি। গুগলের থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপের গবেষক ওয়েসলি শিল্ডস এক ব্লগপোস্টে জানিয়েছেন, এই ম্যালওয়্যার কোল্ড রিভার গ্রুপের সরঞ্জামের ভান্ডারে নতুন সংযোজন। কোল্ড রিভার নামটি রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর সঙ্গে সম্পৃক্ত সাইবার হামলাগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে আসছে।

কোল্ড রিভার গ্রুপ মূলত ফিশিংসহ নানা কৌশল ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্টের লগইন তথ্য, ব্যক্তিগত ই-মেইলের পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। রাশিয়ার কৌশলগত স্বার্থ রক্ষায় এই ধরনের সাইবার হামলা চালানোর মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হ্যাকার দলটি।

গুগলের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে এই ম্যালওয়্যার হামলা চালানো হয়েছে, যেখানে পশ্চিমা বিশ্বের বর্তমান ও সাবেক সামরিক এবং সরকারি উপদেষ্টা, সাংবাদিক, গবেষণাপ্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) এবং ইউক্রেনের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছে।

গুগল আরও জানিয়েছে, কোল্ড রিভার গ্রুপ এর আগেও একাধিক আলোচিত সাইবার হামলায় জড়িত ছিল। ২০২২ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর ঘটনায় এই গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Footer Section