ধানমন্ডির ২৭ নম্বর সড়কের নাম বদলে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’

News Desk

ধানমন্ডির ২৭ নম্বর সড়কের নাম বদলে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’. Dhakainlight.com

রাজধানী ঢাকার ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’। ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ–অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ফারহান ফাইয়াজের স্মৃতিকে সম্মান জানাতে এই নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সম্প্রতি সড়কটির নতুন নামের ফলকও উন্মোচন করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কের রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ)। তিনি ছিলেন ওই আন্দোলনের সামনের সারির সক্রিয় অংশগ্রহণকারী।

এই নামকরণকে অনেকে নতুন প্রজন্মের সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। স্থানীয়রা বলছেন, শহীদের নামে সড়কের নামকরণ একদিকে যেমন ইতিহাসকে বুকে ধারণ করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মকেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উৎসাহিত করে।

Leave a Comment

Footer Section