নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় রাস্তারমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল খালেক (৫৮)। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং তাঁর বাড়ি কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামে। দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশা ছাতারপাইয়া এলাকা থেকে কানকিরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ইটবাড়িয়া এলাকার দিকে। কেশারপাড় রাস্তারমাথা এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে উভয় অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
আহত চারজনের মধ্যে দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, “দুর্ঘটনায় একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সড়কটিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।