বলিউডের সাবেক প্রেমিক জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের সম্পর্ক অনেক আগেই অতীত হয়ে গেছে। কিন্তু ভক্তদের হৃদয়ে এই জুটি আজও বিশেষ জায়গা দখল করে আছে। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তাঁরা। বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন ভেঙে পড়লেও সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন। হতাশা আর বিষণ্নতা পেরিয়ে তিনি হয়েছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। আর রণবীর কাপুরও বিয়ে করেছেন, হয়েছেন এক কন্যার জনক।
সম্প্রতি রণবীর কাপুরের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন ও তাঁর স্বামী রণবীর সিংয়ের সন্তানের বিষয়ে মন্তব্য করেন। ‘কফি উইথ করণ’ শো-এর পঞ্চম সিজনের এক পর্বে রণবীর কাপুর বলেন, “আমি চাই, ওদের ঘরজুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক। ওরা যেন আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করে। আমি চাই, ওদের কাছে আমিই (রণবীর সিং নয়) যেন প্রিয় অভিনেতা হই।”
রণবীর কাপুরের এই মন্তব্য আবার আলোচনায় এসেছে দীপিকা ও রণবীর সিংয়ের কন্যাসন্তান দুয়া পাড়ুকোন সিং-এর জন্মের পর। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জন্ম হয় এই তারকা জুটির প্রথম সন্তানের। যদিও এখনো সন্তানের ছবি প্রকাশ্যে আসেনি, তবুও তাকে ঘিরে আগ্রহের শেষ নেই। এর মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া রণবীর কাপুরের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নেটিজেনরা রণবীরের এই মন্তব্যকে দেখছেন এক পরিপক্ব মানুষের উদারতা হিসেবে। কেউ লিখেছেন, “বিচ্ছেদের পর এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তরিক শুভকামনা সত্যিই বিরল।” আবার কেউ বলছেন, “এটাই প্রমাণ করে, সময় মানুষকে বদলায়। রণবীর এখন সত্যিই একজন পরিণত ব্যক্তি।”
এদিকে রণবীর কাপুরও এখন পরিবারের প্রতি বেশি মনোযোগী। কন্যা রাহাকে সময় দিতেই তিনি পেশাগত জীবনের ব্যস্ততা কিছুটা কমিয়ে এনেছেন। ধূমপান ছাড়ার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারায়ও আগ্রহ বেড়েছে তাঁর।
বলিউডের এই সম্পর্ক-জটিলতায় ভরা আবেগঘন পরিসরে রণবীরের বক্তব্য যেন সম্পর্কের সৌন্দর্য আর পরিণত অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। দীপিকা ও রণবীর সিংয়ের সন্তানের জন্মকে ঘিরে যেমন আনন্দ ও আগ্রহ তুঙ্গে, তেমনি রণবীর কাপুরের মানবিক ও মার্জিত মন্তব্য ভক্তদের হৃদয় জয় করেছে।