তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

News Desk

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা. Dhakainlight.com

কোতোয়ালি মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন

ময়মনসিংহ নগরীতে আড্ডার মধ্যে মো. সজিব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সজিব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। সে তার বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতো।

বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান।

ওসি শফিকুল বলেন, “রাতে হামিদ উদ্দিন রোডে সজিব ও শফিক মিয়ার ছেলে মন্টিসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। এ সময় সজিব মন্টিকে ‘তুই’ বলায় দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।”

Leave a Comment

Footer Section