ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় লিচুর বিচি গলায় আটকে সিয়াম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সিয়াম বাড়ির আঙিনায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে সে গাছের নিচে পড়ে থাকা একটি পাকা লিচু কুড়িয়ে খায়। লিচুর বিচিটি গলায় আটকে গেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় এবং তার মুখ ও নাক দিয়ে সাদা ফেনা বের হতে থাকে।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে শিশুটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আহাদুজ্জামান বলেন, “শিশুটির শ্বাসনালিতে লিচুর বিচি আটকে গিয়ে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এমন ঘটনায় সতর্কতা খুবই জরুরি।”
সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোটা এলাকা।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে ছোট শিশুদের ফল খাওয়ার সময় সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।