আলমাস হোসাইন, ঢাকা জেলা প্রতিনিধি:
আশুলিয়ায় মাদকের টাকার জন্য গর্ভধারিণী বৃদ্ধ মা কে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে পাষণ্ড ছেলেকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
এর আগে গতকাল রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
গ্রেফতার আওলাদ বেপারী (৩২) শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন বেপারীর ছেলে এবং নিহত সুফিয়া খাতুন (৬০), নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক আওলাদ বেপারি মাদকাসক্ত ছিল। সে বেকার এবং নিয়মিত মাদক সেবন করতো। সে মাদকাসক্ত হওয়ায় সমাজের কারো সাথে তার ভাল সম্পর্ক ছিলনা। তার মা সুফিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো। রাতে নিজের শয়নকক্ষেই ছিলেন হতভাগা মা সুফিয়া। মায়ের কাছে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় পাষণ্ড ছেলে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান চালিয়ে আজ বিকেল আনুমানিক ২ টার সময় গাজীপুরের কালিয়াকৈর থেকে ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার এসআই হারুন ও এসআই আনোয়ার অভিযানে নেতৃত্ব দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান।