গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অফিসগামী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, টঙ্গীর লেদু মোল্লা রোডে অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা মহাসড়কে নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যানজটে আটকে পড়ে অসংখ্য গণপরিবহন, প্রাইভেট গাড়ি ও পণ্যবাহী ট্রাক। এতে সাধারণ মানুষ বিশেষ করে কর্মস্থলে যাওয়ার জন্য বের হওয়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার মাধ্যমে পুলিশ শ্রমিকদের বেতন আদায়ে সহযোগিতার আশ্বাস দেয়। আশ্বাস পাওয়ার পর সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে যান। এর পরপরই ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সোয়া ১০টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় এক ঘণ্টা সড়ক অবরুদ্ধ ছিল।’
এ ঘটনায় কারখানার কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকদের দাবি, সময়মতো বেতন পরিশোধ না করায় তাঁদের পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে। তাঁরা দ্রুত বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন।
এই ধরনের শ্রমিক অসন্তোষ কারখানা ও শিল্পাঞ্চলের পরিবেশের ওপর প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁরা আশা করছেন, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে দিকেও নজর দেবে।