টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় “ওএমএস”-এর ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুস ছালাম উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১০ মার্চ) সকালে আব্দুস ছালাম তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুলের অফিসে এসে এই হুমকি দেন বলে জানা গেছে। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তার কার্যালয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ওএমএস ডিলারশিপ নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়, যেখানে আব্দুস ছালামও অংশগ্রহণ করেন, তবে তিনি নির্বাচিত হননি।
লটারিতে পরাজিত হওয়ার ক্ষোভে সোমবার সকালে তিনি দলবলসহ খাদ্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে গালিগালাজ করেন এবং নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিও বন্ধ রাখার দাবি জানান। দাবি না মানলে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দেন।
অফিস সহকারী হৃদয় বলেন, “সকালে আব্দুস ছালাম দলবল নিয়ে অফিসে এসে গালিগালাজ শুরু করেন এবং ডিও বন্ধ রাখার হুমকি দেন। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।
এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, “আব্দুস ছালাম অফিসে এসে অশোভন আচরণ করেছেন এবং উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিও বন্ধ না করলে আমার হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানিয়েছি।
তবে অভিযুক্ত আব্দুস ছালাম দাবি করেন ওই খাদ্য কর্মকর্তা অতিরঞ্জিত দাবি করছেন। তার সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।