যুক্তরাষ্ট্রে অভিবাসননীতি আরও কঠোর করার প্রক্রিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন সরকার। এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন না বা কোনো পূর্বাভাস ছাড়া শিক্ষা কার্যক্রম থেকে সরে যাবেন, তাঁদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আর ভিসা পাওয়ার যোগ্যতা থাকবে না।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, “আপনারা যদি কোর্স থেকে ঝরে পড়েন, ক্লাসে অনুপস্থিত থাকেন বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে যান, তাহলে আপনাদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার সুযোগও হারিয়ে যেতে পারে।”
এই ঘোষণা এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কয়েক দিন আগেই ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধতা বাতিলের পরিকল্পনা নিয়েছিল, তবে ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালত তা সাময়িকভাবে স্থগিত করে। ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জেফ্রি এস হোয়াইট এ বিষয়ে একটি নিষেধাজ্ঞা জারি করেন, যাতে বলা হয়— মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার শিক্ষার্থীদের গ্রেপ্তার বা প্রত্যাবাসন করতে পারবে না।
তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, কোনো শিক্ষার্থী যদি সহিংস অপরাধে দোষী সাব্যস্ত হন এবং এক বছরের বেশি কারাদণ্ড পান, তাহলে তাঁর ভিসা বাতিল হতে পারে এবং তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ হিসেবে বিবেচিত হবেন।
এপির প্রতিবেদন অনুযায়ী, এ বছরের বসন্তেই যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৭০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর শিক্ষাভিসা বাতিল করা হয়েছে। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো পূর্ববার্তা বা পর্যাপ্ত সময় না দিয়েই।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত জটিলতায় আরও অন্তত ২৯৫ জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এসব নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা এবং পছন্দসই খাদ্য গ্রহণের সুযোগ বজায় রাখার বিষয়ে কূটনৈতিকভাবে দেশটির কাছে অনুরোধ জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী লাখো আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য এই নতুন কড়াকড়ি একদিকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে নিয়মনীতি মেনে চলার বার্তাও দিচ্ছে পরিষ্কারভাবে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তাঁরা তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং ভিসার শর্তাবলি সঠিকভাবে অনুসরণ করেন।