কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াছ (২২) নামের এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে ক্যাম্প-২ এর ডি-৩ পশ্চিম ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াছ একই আশ্রয়শিবিরের আবুল ফয়েজের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক রোহিঙ্গা শিশু কামাল উদ্দিন (১২)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জানান, ভোর পাঁচটার দিকে মাটির তৈরি দেয়ালটি হঠাৎ ধসে পড়ে। এতে আয়াছ গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁকে প্রথমে ক্যাম্পের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়, কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।
আহত শিশু কামাল উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটি এখন আশঙ্কামুক্ত।
কুতুপালং আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জালাল আহমদের ভাষ্য অনুযায়ী, নিহত আয়াছ ও আহত কামাল উদ্দিন সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসেছেন এবং আশ্রয় নিয়েছেন বোনের মাটির ঘরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেই দুর্বল দেয়াল ভেঙেই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা এখনো বাংলাদেশ সরকারের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আসেননি।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনাটি তদন্ত করে দেখছে এবং আশ্রয়শিবিরে ঝুঁকিপূর্ণ বসতঘরগুলো চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।