ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরছিল একটি পরিবার, কিন্তু সেই আনন্দযাত্রা এক মর্মান্তিক দুর্ঘটনায় রূপ নেয়। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাটিয়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা ও তাঁর দুই ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন পরিবারের আরও তিন সদস্য।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের আমজাদ মণ্ডল (৬৫), তাঁর বড় ছেলে রাহাত মণ্ডল (২৬) এবং ছোট ছেলে অতুল মণ্ডল (১৪)। দুর্ঘটনায় আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা বেগম (৬০), পুত্রবধূ মরিয়ম (২২) এবং মাইক্রোবাসচালক নাজমুল (৪০)। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি করাটিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা আমজাদ মণ্ডল ও তাঁর দুই ছেলে মারা যান।
দুর্ঘটনার পর গোড়াই হাইওয়ে থানা-পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। ওসি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটি ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফিরছিল, কিন্তু সেই যাত্রা শেষ হলো অপূরণীয় ক্ষতির মধ্য দিয়ে। ঈদের সময় অতিরিক্ত যান চলাচল ও অসতর্কতা সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়, আর এই দুর্ঘটনা যেন তারই করুণ বাস্তব উদাহরণ।