এক সময়ের জনপ্রিয় ভিডিও ও ভয়েস কলিং অ্যাপ স্কাইপে আজ সোমবার (৫ মে ২০২৫) থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই ঘোষণা মাইক্রোসফট মার্চ মাসেই দিয়েছিল।
অনেক বছর ধরে অনলাইন যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্কাইপে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে শুরু করে। বর্তমানের প্রতিযোগিতামূলক প্রযুক্তি বাজারে ‘মাইক্রোসফট টিমস’-এর গুরুত্ব বাড়ায় স্কাইপেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। মাইক্রোসফট জানিয়েছে, একই ধরনের দুটি প্ল্যাটফর্ম চালু রাখার প্রয়োজন না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ব্যবহারকারীদের মধ্যে এখনো অনেকেই স্কাইপে সক্রিয় রয়েছেন এবং তাদের মনে প্রশ্ন—পুরোনো তথ্যের কী হবে?
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপে আইডি ব্যবহার করেই সরাসরি মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে। পুরোনো বার্তা, কন্টাক্ট লিস্টসহ গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তর হয়ে যাবে। ফলে নতুন করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না এবং আগের তথ্যগুলোও পাওয়া যাবে।
তবে যেসব ব্যবহারকারী মাইক্রোসফট টিমস ব্যবহার করতে আগ্রহী নন, তারা চাইলে গুগল মিট, জুম বা অন্য যেকোনো ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই ক্ষেত্রে, যারা স্কাইপে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করেছেন, তাদেরকে ৫ মের মধ্যে নিজস্ব তথ্য ব্যাকআপ নিতে বলা হয়েছে। পরে স্কাইপে অ্যাপটি পুরোপুরি অকার্যকর হয়ে গেলে তথ্য ফেরত পাওয়া সম্ভব নাও হতে পারে।
প্রযুক্তি দুনিয়ায় সময়ের সঙ্গে বদলে যাচ্ছে প্রয়োজন ও প্ল্যাটফর্ম। এক যুগ আগে স্কাইপে ছিল অনলাইন যোগাযোগের অনন্য নাম, আর আজ সেটিই ইতিহাসে ঠাঁই নিচ্ছে।
আপনার পুরোনো স্কাইপে বার্তা বা কন্টাক্ট লিস্ট কি ব্যাকআপ নিয়েছেন? এখনই সুযোগ আছে, দেরি না করে সংরক্ষণ করে ফেলুন।