আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ১১টায়

News Desk

আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ ১১টায়. Dhakainlight.com

বেলা ১১টায় আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশ শুরু হবে

ছয় দফা দাবিতে আজ রবিবার সারাদেশে সমাবেশের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ সমাবেশ হবে। এ দিন সকালে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশ করবেন ঢাকার পলিটেকনিক শিক্ষার্থীরা।

শনিবার (১৯ এপ্রইল) সকালে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার তাদের কর্মসূচি ছিল “রাইজ ইন রেড”।

শনিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “বেলা ১১টায় আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন নতুন রাস্তায় সমাবেশ শুরু হবে। ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেইট থেকে আমরা সকাল ১০টায় মিছিল নিয়ে রওনা করব।”

গত বুধবার ৬ দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে তারা সারাদেশে বৃহস্পতিবার “রেল ব্লকেড” বা রেলপথ অবরোধ করার ঘোষণা দেন। পরে অবশ্য রেল ব্লকেড কর্মসূচি শিথিল করা হয়।

বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক তগপডস অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ) রেহানা ইয়াছমিন, কিন্তু তাতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এ অবস্থায় তারা আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমটি হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

Leave a Comment

Footer Section