অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব

News Desk

অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের দাবির কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব. Dhakainlight.com

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন শুরু করার পর বিষয়টি গুরুত্ব পাচ্ছে সরকারের সর্বোচ্চ মহলে। আজ বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সচিব মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঙ্গে বৈঠক করে কর্মচারীদের দাবি ও আগের দিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ সচিব নিজে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। তাই তিনি বিষয়টি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করবেন। তবে বর্তমানে প্রধান উপদেষ্টা জাপান সফরে রয়েছেন এবং ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে আন্দোলনকারী কর্মচারীরা জানিয়েছেন, আজ দুপুরে তাঁরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের পরবর্তী অবস্থান ঘোষণা করবেন। এর আগে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আজকের জন্য পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছিলেন তাঁরা।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই সচিবালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন।

গত রোববার সন্ধ্যায় সরকার আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশ জারি করে। পরদিন থেকে সচিবালয়ে টানা চার দিন ধরে কর্মচারীরা দপ্তর ছেড়ে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেন। তাঁদের দাবি, এই অধ্যাদেশ কর্মচারীদের অধিকার খর্ব করে এবং এটি একটি ‘নিবর্তনমূলক ও কালো আইন’। তাঁরা দাবি করেছেন, এই আইন সম্পূর্ণভাবে বাতিল করতে হবে।

সরকারি চাকরিজীবীদের এমন প্রতিবাদ কর্মসূচি সাম্প্রতিক সময়ে সচিবালয়ের ভেতরে একটি বড় ধরনের সাংগঠনিক উত্তেজনার সৃষ্টি করেছে। বিষয়টির রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এখন প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে সবাই।

Footer Section