পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সড়কপথে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ১২ দিন দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন—মোট ১২ দিন সারাদেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের যাতায়াতে কোনো প্রকার জ্বালানিজনিত সমস্যা না হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবছর ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যায় এবং সড়কপথে যানজট ও জ্বালানির সংকট দেখা দেয়। সেই অভিজ্ঞতা থেকে এবারের ঈদে আগেভাগেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ, যাতে জ্বালানি গ্রহণে চালকদের কোনো অসুবিধা না হয় এবং দেশের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় গতি বজায় থাকে।