কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেল থেকে পড়ে দুই নাবিকের মৃত্যু

News Desk

কর্ণফুলী নদীতে ফিশিং ভেসেল থেকে পড়ে দুই নাবিকের মৃত্যু. Dhakainlight.com

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি জাহাজ থেকে পড়ে দুই নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরের সদরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলতাফ ও নুর উদ্দিন। তাঁদের দুজনের বাড়িই নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই নাবিক ‘এফভি সুরভি ১’ ও ‘এফভি সিহার্ট ১’ নামের মাছ ধরার জাহাজে কর্মরত ছিলেন। সোমবার রাতে একটি ফিশিং ভেসেল উপকূলে ছিল এবং অন্য একটি জাহাজ দিয়ে সেটিকে নদীতে নামানোর কাজ চলছিল। এই সময় টানার জন্য ব্যবহৃত রশি হঠাৎ ছিঁড়ে গেলে আলতাফ ও নুর উদ্দিন পা পিছলে পানিতে পড়ে যান। নদীতে পড়ার পর তাঁদের আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, জাহাজের একটি অংশ টানার সময় রশি ছিঁড়ে যাওয়ায় দুই নাবিক নদীতে পড়ে যান। পরে তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

Footer Section