রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় খুঁটি ভেঙে মাথার ওপর পানির ট্যাংক পড়ে কানিজ ফাতেমা (১৩) নামের এক কিশোরী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মিম আক্তার (১৪) নামে আরও এক ছাত্রী।
মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা কালুখালী উপজেলার চর শ্রীপুর গ্রামের কাউসার সরদারের মেয়ে। আহত মিম বালিয়াকান্দির পাকালিয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তারা দুজনই ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সামাদ জানান, ফজরের নামাজের প্রস্তুতির জন্য ভোর পৌনে পাঁচটার দিকে কয়েকজন ছাত্রী মাদ্রাসার অজুখানায় যায়। অজুখানার পাশে একটি সিমেন্টের খুঁটির ওপর বসানো ছিল প্রায় এক হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক। হঠাৎ খুঁটিটি ভেঙে পড়ে ট্যাংকটি ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ফাতেমা ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং মিম গুরুতর আহত হয়।
আহত মিমকে তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুপুর ১২টার দিকে নিহত কিশোরীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অজুখানার পাশে খোলা অবস্থায় এমন বড় ট্যাংক বসানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। ঘটনার পর মাদ্রাসায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে তদন্ত দাবি করেছেন অভিভাবক ও এলাকাবাসী।