গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ডাকেরপাড়া গ্রামে বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন রাসেল মিয়া (১৮) এবং তাঁর স্ত্রী জুঁই খাতুন (১৫)।
স্থানীয় সূত্র ও পরিবার জানিয়েছে, তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাসেল ও জুঁই বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাসেল ছিলেন রাজমিস্ত্রির সহকারী এবং স্থানীয়ভাবেই জীবিকা নির্বাহ করতেন। বিয়ের পর তাঁদের দাম্পত্যজীবনে কোনো দ্বন্দ্ব ছিল না বলে পরিবার দাবি করেছে।
রাসেলের মা রাশিদা বেগম জানিয়েছেন, সোমবার রাত পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। সকালে দীর্ঘসময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে উঁকি দেন তিনি। তখনই তিনি ছেলেকে ও ছেলের বউকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলতে দেখতে পান।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়। পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ এখনো দেয়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, এ দম্পতির মধ্যে কোনো বিবাদ বা পারিবারিক সমস্যা ছিল বলে কেউ জানায়নি। হঠাৎ করে এমন ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, কিংবা এটি আত্মহত্যা না অন্য কিছু—তা তদন্তের পর নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা দাম্পত্য কলহ, পারিবারিক চাপ কিংবা মানসিক অস্থিরতা—সবকিছু মাথায় রেখে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।