ঢাকা জেলা, মহানগর দক্ষিণ ও পঞ্চগড়ের চার উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা

News Desk

Updated on:

ঢাকা জেলা, মহানগর দক্ষিণ ও পঞ্চগড়ের চার উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা. Dhakainlight.com

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউনিট পর্যায়ে রাজনৈতিক সংগঠন জোরদারে নতুন ধাপে এগোচ্ছে। এবার দলটি ঢাকা জেলা, ঢাকা মহানগর দক্ষিণ এবং পঞ্চগড় জেলার সদর, বোদা, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া—এই চারটি উপজেলায় সমন্বয় কমিটি ঘোষণা করেছে। জুলাই গণ–অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এই দল ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে।

সোমবার দুপুরের পর এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন গঠিত এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়। এর আগেই রবিবার রাতে ঢাকা মহানগর উত্তরে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল, যার মাধ্যমে ইউনিট পর্যায়ে কমিটি গঠনের সূচনা করে দলটি।

ঢাকা জেলা এনসিপির ঘোষিত ১১ সদস্যের সমন্বয় কমিটিতে রাসেল আহমেদকে প্রধান সমন্বয়কারী এবং মেহেরাব সিফাতকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। বাকি সদস্যরা হচ্ছেন দলের তরুণ ও কর্মীবান্ধব প্রতিনিধিরা, যারা মাঠ পর্যায়ে সক্রিয়।

ঢাকা মহানগর দক্ষিণের ১১ সদস্যের কমিটিতে মো. নিজাম উদ্দিন প্রধান সমন্বয়কারী এবং এস এম শাহরিয়ার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন। এই কমিটিতেও রয়েছে তরুণ নেতৃত্বের প্রতিফলন।

পঞ্চগড় জেলার সদর উপজেলায় ৩১ সদস্যের সমন্বয় কমিটিতে মো. তানবীরুল বারী প্রধান সমন্বয়কারী এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুর আলম ও মো. ফজিবর রহমান। বোদা উপজেলার ২১ সদস্যের কমিটির নেতৃত্বে আছেন শিশির আসাদ, আর যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্বে রয়েছেন মো. কছিরুল ইসলাম সোহেল ও মো. মাছুম বিল্লাহ্ সৌরভ।

দেবীগঞ্জ উপজেলায় ২১ সদস্যের সমন্বয় কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন মো. মাসুদ পারভেজ। যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. ফজলুল করম ও মো. এস মাহমুদুল হাসান। তেঁতুলিয়া উপজেলার ৩১ সদস্যের কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আর যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছেন মো. আবদুল মতিন ও মো. সাজিদুর রহমান।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, এই সব সমন্বয় কমিটি আপাতত প্রাথমিক কাঠামো হিসেবে কাজ করবে এবং তাদের মেয়াদ হবে দুই থেকে তিন মাস। ঈদুল আজহার আগেই প্রায় ২০টি জেলায় সমন্বয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলের। পরবর্তী ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই কমিটিগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সমস্যা ও রাজনৈতিক বাস্তবতায় দলীয় অবস্থান স্পষ্ট করা হবে। এনসিপির এই সাংগঠনিক তৎপরতা আগামী দিনে জাতীয় রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে।

Footer Section