ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সিঁদুরের অপমানের মানে’ আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আজ রোববার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিজেপির একটি সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
সভায় অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে দুরাচারের কেন্দ্র। দিদি, আপনার সময় শেষ হয়ে আসছে। ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার হবে।’ তাঁর বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল আসন্ন ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপির কর্মপন্থা নির্ধারণ।
অমিত শাহ অভিযোগ করেন, সদ্য পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, তা অপারেশন সিঁদুর এবং মাতৃশক্তির অপমান। তিনি বলেন, ‘আমি বাংলার মা-বোনদের বলছি, অপারেশন সিঁদুর নিয়ে যিনি প্রশ্ন তুলেছেন, তাঁকে বুঝিয়ে দিন সিঁদুরের অপমান মানে কী!’
তিনি আরও বলেন, ‘আপনি যত ইচ্ছা পাকিস্তানপ্রেম দেখান, এটা নরেন্দ্র মোদির সরকার। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি।’
সভায় মুর্শিদাবাদে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, ‘ওই দাঙ্গা ছিল রাজ্য সরকার স্পনসর্ড, এর সঙ্গে রাজ্যের একজন মন্ত্রীও যুক্ত ছিলেন।’
মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অমিত শাহ বলেন, ‘দিদির সিন্ডিকেট সাধারণ মানুষের টাকা লুট করেছে, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি করেছে, ঘুষের রাজত্ব কায়েম করেছে। বিজেপি ক্ষমতায় এলে যারা বিজেপি কর্মীদের হত্যা করেছে, তাদের পাতাল থেকেও টেনে বের করে বিচার করা হবে।’
তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ এখন দুর্নীতি, ঘুষ এবং সিন্ডিকেট রাজনীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে আগামী বছর মার্চ-এপ্রিলে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জয় পায়, বিজেপি ৭৭টি এবং আইএসএফ একটি আসন জেতে। কংগ্রেস ও বাম দল একটি আসনেও জয়ী হতে পারেনি। এবার রাজ্য দখলে মরিয়া বিজেপি শুরু থেকেই জোর প্রচারে নামছে।