ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। রোববার সকালে উপজেলার জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান।
রোববার সকাল ৭টার দিকে মাহফুজুর রহমানের অনুসারীরা নজরুল ইসলামপন্থী আবদুল লতিফের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে সকাল ১০টার দিকে প্রতিপক্ষের মহড়া ঠেকাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র ব্যবহারে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মহব্বত আলী ও তাঁর ভাই ইউনুচ আলীর অবস্থা আশঙ্কাজনক হলে তাঁদের ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে মহব্বত আলীর মৃত্যু হয়। ইউনুচ আলী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, আহতদের শরীরে ধারালো অস্ত্র ও রড দিয়ে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। তাঁদের অবস্থা ছিল আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।