কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১৩ বছর আগে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাসির উদ্দিন, বয়স ৪৮ বছর। তিনি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কাঁঠালতলি এলাকার বাসিন্দা এবং গোলাম কুদ্দুসের ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসির উদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।
২০১২ সালের ১৮ জানুয়ারি হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় একটি অভিযানে অংশ নেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় তৎকালীন মহেশখালী থানার এসআই পরেশ কারবারিকে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য বাদী হয়ে মোট ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে নাসির উদ্দিনের নামও অন্তর্ভুক্ত ছিল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক জানান, এসআই পরেশ কারবারি হত্যাকাণ্ডের পর থেকে নাসির উদ্দিন দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ অভিযানকালে অস্ত্র উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা যুক্ত করা হয়েছে।
ওসি আরও জানান, পরেশ কারবারি হত্যা মামলার অন্য চারজন আসামিও এখনো পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১৩ বছর পর এই গুরুত্বপূর্ণ মামলায় এক আসামির গ্রেপ্তার স্থানীয় প্রশাসনের একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতকদের গ্রেপ্তার করতে ভবিষ্যতেও অভিযান চালিয়ে যাওয়া হবে।