জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পষ্টভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এনসিপির প্রতিনিধি নন, বরং তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেই এই সরকারে রয়েছেন। কোনো রাজনৈতিক দল নয়, তাঁরা ঐতিহাসিক আন্দোলনের পক্ষ থেকে অংশ নিয়েছেন।
চট্টগ্রামের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে এনসিপির দক্ষিণ জেলার পথসভা শুরুর আগে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, উপদেষ্টাদের দলীয় পরিচয় দিয়ে তাঁদের সম্মানহানি করার অপচেষ্টা করা হচ্ছে, যা নিন্দনীয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, সরকারে থাকা ওই দুই ছাত্র উপদেষ্টা গণ-অভ্যুত্থানের মূল্যবোধ ও প্রতিনিধিত্বই বহন করছেন, এনসিপির প্রতিনিধিত্ব নয়। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জাতীয় সংকটকালে সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে এসেছে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।
তিনি জানান, এই পথসভা কর্মসূচির মাধ্যমে দল বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের অবস্থান জনগণের কাছে তুলে ধরছে। সেই সঙ্গে জনগণের মতামতও জানতে চায় এনসিপি। এ কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রধান উপদেষ্টার কাছেও বার্তা দিয়েছেন—দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু, বাস্তব সংস্কার ও একটি স্বচ্ছ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভায় আজ কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা।