প্রখ্যাত ভারতীয় অভিনেতা মুকুল দেব আর নেই। গতকাল শুক্রবার দিবাগত রাতে দিল্লির একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং শেষ ক’দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মুকুলের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে তিনি লেখেন, “এক প্রতিভাবান অভিনেতার চিরবিদায়… শোকস্তব্ধ।”
মুকুল দেবের বলিউড যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দস্তক’ ছবির মাধ্যমে, যেখানে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন। এ ছবিতেই সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনও অভিষেক করেছিলেন। এরপর ‘জয় হো’, ‘সন অব সরদার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ সহ একাধিক জনপ্রিয় হিন্দি সিনেমায় কাজ করেছেন তিনি।
তবে শুধু হিন্দি নয়, বাংলা, মালয়ালি, পাঞ্জাবি ও মারাঠি ভাষার চলচ্চিত্রেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। টালিউড সুপারস্টার জিৎ-এর সঙ্গে ‘আওয়ারা’, ‘বচ্চন’ ও ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ ছবিগুলোতে খলচরিত্রে তাঁর শক্তিশালী উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নেয়।
মুকুল দেবের বড় ভাই রাহুল দেবও একজন জনপ্রিয় অভিনেতা। দিল্লির এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করা মুকুলের বাবা হরি দেব ছিলেন পুলিশের সহকারী কমিশনার। ছোটবেলা থেকেই মুকুল বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং আফগান সংস্কৃতিসহ পশতু ও ফারসি ভাষায় দক্ষতা অর্জন করেন।
অভিনয়ের বাইরে মুকুল ছিলেন একজন প্রশিক্ষিত পাইলটও। তাঁর বহুমুখী প্রতিভা এবং সহজ-সরল ব্যক্তিত্ব তাঁকে সকলের কাছে ভালোবাসার মানুষ করে তুলেছিল।
তাঁর অকালপ্রয়াণে বলিউডসহ ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।