ঈদের আগেই আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

News Desk

ঈদের আগেই আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট. Dhakainlight.com

পবিত্র ঈদুল আজহার আগেই বাজারে ছাড়তে যাচ্ছে নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক এসব নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালে বর্তমানে এই নতুন নোটের ছাপার কাজ চলছে।

বাংলাদেশ ব্যাংক ও টাঁকশাল সূত্রে জানা গেছে, ২০ টাকার নোটের ছাপা প্রায় সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে এটি বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোটও বুঝিয়ে দেওয়া হবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে কবে থেকে এসব নোট বাজারে ছাড়া হবে।

ঈদের ছুটির আগে সীমিত সংখ্যক নতুন নোট ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকার চাহিদার তুলনায় ছাপা অল্প হওয়ায় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা কঠিন হতে পারে।

নতুন নকশার এই নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। বরং এতে ফিরে আসছে পুরোনো নকশা এবং জুলাইয়ের অভ্যুত্থান সংশ্লিষ্ট গ্রাফিতি।

টাঁকশালের কর্মকর্তারা জানান, সাধারণত নতুন নকশার একটি নোট ছাপাতে এক থেকে দেড় বছর সময় লাগে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে নতুন নোট বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী ২০২৫ সালের মে মাসে ছাপার কাজ শুরু হয়।

প্রথম ধাপে তিন ধরনের নোটই ছাপানো হচ্ছে। কারণ টাঁকশালের একসঙ্গে তিনটির বেশি নোট ছাপানোর সক্ষমতা নেই।

এর আগে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে বিতর্ক তৈরি হয়। ফলে বাংলাদেশ ব্যাংক গত ১০ মার্চ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে নতুন নোটের বিনিময় কার্যক্রম স্থগিত করে। সেই চিঠিতে বলা হয়, ব্যাংকের শাখাগুলোতে থাকা নতুন নোট গচ্ছিত রাখতে হবে, সেগুলো বিনিময় করা যাবে না।

এরপর থেকেই বাজারে নতুন নোটের সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে পুরোনো ও ছেঁড়াফাটা নোটের প্রচলন বেড়ে যায়, যা জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত ঈদুল আজহাকে সামনে রেখে নেওয়া হয়েছে, যাতে মানুষ নোট বিনিময় ও লেনদেনে কিছুটা স্বস্তি পায়।


সংবাদ সংকলন: আমার মিউজ নিউজ ডেস্ক
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক, টাঁকশাল কর্মকর্তারা

Leave a Comment

Footer Section