গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ছিনতাই হওয়া একটি তেলবাহী ট্রাক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, ১১ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খুলনার উদ্দেশে যাত্রা করে পুষ্টি ওয়েল কোম্পানির ৬০ ড্রাম ভোজ্যতেলবাহী একটি ট্রাক। রাত আনুমানিক একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর এলাকার রুমি ফিশ ফিড মিলের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান এসে ট্রাকটির গতিরোধ করে।
পিকআপ ভ্যান থেকে ৮-১০ জনের একটি ডাকাত দল নেমে ট্রাকচালক ও তাঁর সহকারীকে মারধর করে। এরপর তাঁদের পিকআপ ভ্যানে উঠিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং ট্রাকের নিয়ন্ত্রণ নেয়। ডাকাতরা পরে ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় চালক ও সহকারীকে মহাসড়কের পাশে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত চালক ও সহকারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরদিন ট্রাকচালক কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অবশেষে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করে। তবে ট্রাকের সমস্ত তেল উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, এখনো নিখোঁজ থাকা তেলের ড্রামগুলো উদ্ধারে এবং ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে তারা।