একাত্তরের গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপির

News Desk

একাত্তরের গণহত্যার সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপির. Dhakainlight.com

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে—এমন রাজনৈতিক শক্তিগুলোর সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার এক বিবৃতিতে দলটি জানায়, রাজনৈতিক বিভাজনের অবসান ঘটিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোকে তাদের ভূমিকা জনগণের সামনে পরিষ্কার করতে হবে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলগত বিচারের দাবি নিয়ে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অনেকেই যুক্ত হলেও, একটি পক্ষ পরিকল্পিতভাবে ঐতিহাসিক সংগ্রামবিরোধী স্লোগান দিয়েছে। এসব স্লোগানের দায়দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকে নিতে হবে—এতে এনসিপিকে জড়ানো অনাকাঙ্ক্ষিত।

এনসিপি দাবি করে, তাদের কোনো সদস্য ইতিহাসবিরোধী স্লোগানে অংশ নেয়নি, বরং তাদের বক্তব্যে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের জনআন্দোলনের প্রতিফলন ছিল। তারা আরও জানায়, আন্দোলনে জাতীয় সংগীত পরিবেশন নিয়ে একটি পক্ষ আপত্তি তুললেও এনসিপি সদস্যরা তা অটলভাবে সম্পন্ন করেন।

দলটি মনে করে, রাজনীতি করার পূর্বশর্ত হলো বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রামের যথাযথ স্বীকৃতি ও সম্মান। যারা অতীতে গণবিরোধী অবস্থান নিয়েছে, তাদের উচিত এখন সুস্পষ্টভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ২০২৪ সালের অভ্যুত্থানকে বাস্তবায়নে সহায়ক হওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, মুজিববাদকে পরাস্ত করতে বৃহত্তর জনঐক্য গড়ে তোলা জরুরি। এজন্য প্রত্যেক রাজনৈতিক পক্ষের উচিত দায়িত্বশীল ভূমিকা পালন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা।

Leave a Comment

Footer Section