প্রতিনিধি, মতলব দক্ষিণ, চাঁদপুর | ০৯ মে ২০২৫, ১৭:৫৩
চাঁদপুরের মতলব দক্ষিণে ব্যতিক্রমী এক সততার উদাহরণ তৈরি করেছেন ভুট্টা ব্যবসায়ী মো. শাহ আলম। ভুট্টার দানাভর্তি এক বস্তা খুলে তাঁর চোখে পড়ে সোনার হার, দুল ও আংটি। সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত লোভ না করে ফেসবুকে পোস্ট দিয়ে প্রকৃত মালিক খুঁজে বের করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মালিকের হাতে স্বর্ণালংকারগুলো তুলে দেন।
ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উপজেলার কফি হাউস এলাকায়। জানা যায়, উদ্দমদী গ্রামের কৃষক আলী আহম্মদ মোল্লা তাঁর বাড়ি থেকে এক বস্তা ভুট্টা এনে বিক্রি করেন ব্যবসায়ী শাহ আলমের কাছে। কিছুক্ষণ পর বস্তা খুলে ব্যবসায়ী দেখতে পান স্বর্ণালংকার রয়েছে তার ভেতরে। বিক্রেতাকে চিনতে না পারায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে মালিক খোঁজার উদ্যোগ নেন।
পরে ফেসবুক পোস্ট দেখে আলী আহম্মদ মোল্লা বুঝতে পারেন যে, অসাবধানতাবশত তাঁর স্ত্রী – যিনি ক্যানসারে আক্রান্ত – ওই বস্তায় দেড় ভরি সোনার একটি হার, ছয় আনা ওজনের এক জোড়া দুল ও দুই আনা ওজনের একটি আংটি রেখে দিয়েছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত উপযুক্ত প্রমাণসহ ব্যবসায়ীর কাছে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে স্বর্ণালংকারগুলো ফেরত দেওয়া হয়।
ব্যবসায়ী শাহ আলম বলেন, “আমি যা করেছি, সেটা আমার দায়িত্ব। অন্যের জিনিসে লোভ না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে পেরে শান্তি লাগছে।”
এই ঘটনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ এলাকার কয়েকজন সম্মানিত ব্যক্তি। এমদাদ হোসেন বলেন, “শাহ আলম একজন প্রকৃত মানবিক মানুষ। তিনি এই কাজের জন্য সমাজে উদাহরণ হয়ে থাকবেন।”
এমন সততার গল্প যেখানে প্রতারণা ও অবিশ্বাসের মধ্যে আমাদের প্রতিদিনকার বাস্তবতা, সেখানে এই ঘটনাটি নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। সমাজে ইতিবাচক মূল্যবোধ ও দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিয়েছে শাহ আলমের এই কাজ।