বিনোদন ডেস্ক | ০৯ মে ২০২৫, ১৭:১৫
পাকিস্তানে ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে শুরু হয়েছে সিনেমা নির্মাণের হিড়িক। সামরিক ঘটনার সঙ্গে সঙ্গে বলিউডে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ নতুন নয়। এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ‘ফাইটার’-এর মতো সিনেমা জাতীয়তাবাদী আবেগকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং বক্স অফিসেও ব্যাপক সাফল্য পেয়েছে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৫টি প্রযোজনা সংস্থা ‘অপারেশন সিঁদুর’ নামে সিনেমা নির্মাণের জন্য নাম নিবন্ধন করেছে। যদিও এসব প্রযোজনার কোনোটিরই এখনও চিত্রনাট্য লেখা শুরু হয়নি, তবু নির্মাতারা আগেভাগেই নামটি রেজিস্ট্রেশন করে নিচ্ছেন যেন ভবিষ্যতে কেউ আগেভাগে না নিয়ে নিতে পারে।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজের সভাপতি বি এন তিওয়ারি নিশ্চিত করেছেন যে, সাম্প্রতিক সামরিক অভিযানের সঙ্গে সঙ্গেই প্রযোজক ও নির্মাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, “ভারতে কোনো জাতীয় ঘটনা ঘটলেই সেটা নিয়ে সিনেমা বানাতে নির্মাতারা মরিয়া হয়ে ওঠেন। কে আগে নাম নিবন্ধন করবেন তা নিয়ে প্রতিযোগিতা চলে।”
২০১৯ সালে মুক্তি পাওয়া আদিত্য ধরের পরিচালিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি ভারতীয় সেনাবাহিনীর অভিযান নিয়ে নির্মিত হয়েছিল এবং দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়। সেই সাফল্যের সূত্র ধরে সাম্প্রতিক ঘটনাবলিও এখন নির্মাতাদের কাছে বাণিজ্যিক সম্ভাবনার উৎস হয়ে উঠেছে।
সিনেমা সংশ্লিষ্টদের মতে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নির্মিতব্য সিনেমাগুলো কেবল জাতীয়তাবাদ নয়, বরং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক আবহ ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিফলন ঘটাবে। তবে সমালোচকদের মতে, এই ধরনের দ্রুত উদ্যোগে ইতিহাস বিকৃতি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার ঝুঁকিও থাকে।
সিনেমাগুলোর নির্মাণ কখন শুরু হবে বা কে প্রথম ক্যামেরার সামনে নামবেন তা এখনো স্পষ্ট নয়। তবে একাধিক প্রযোজনা সংস্থা ইতিমধ্যে বড় তারকাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বলে সূত্র জানিয়েছে।