আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সরে গিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন জমায়েত মঞ্চের সামনে। শুক্রবার বাদ জুমার বড় জমায়েতের আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এ অবস্থান নেন।
দুপুর ১২টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে যমুনার পাশে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের ফোয়ারার সামনে এসে জড়ো হন। সেখানে তাঁরা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘গণতন্ত্র চাই’, ‘স্বৈরতন্ত্র নিপাত যাক’—এই ধরনের নানা স্লোগানে মুখরিত করে তোলেন জমায়েত এলাকা।
জানা গেছে, জমায়েত মঞ্চের সামনেই আজান দিয়ে জুমার নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ থেকে আজান শোনা যাওয়ার পর অনেকেই অজু ও নামাজের প্রস্তুতি নিচ্ছেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং সরকারের কাছ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত চান। বিক্ষোভস্থলে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে দলীয় ও নাগরিক আন্দোলনের বার্তা তুলে ধরা হয়েছে।
জমায়েতের জন্য তৈরি করা মঞ্চটি তৈরি করা হয়েছে পাঁচটি পিকআপ ভ্যানকে একত্র করে। সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা মঞ্চের কাঠামো দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ও সাউন্ড সিস্টেম সেটআপ করছেন।
এই কর্মসূচির আয়োজক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, বিকেলে বড় পরিসরে রাজনৈতিক ভাষণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাঁদের দাবিকে আরও জোরালোভাবে উপস্থাপন করা হবে।
তাঁরা সবার প্রতি আহ্বান জানিয়েছেন, দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে।