ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার

News Desk

ঢাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন গ্রেপ্তার. Dhakainlight.com

ঢাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার পৃথক অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করার তথ্য আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার হওয়া দুজন হলেন শেখ মো. আমির ও মো. ফয়সাল আহমেদ ওরফে রনি।

শেখ মো. আমির ঢাকা দক্ষিণ সিটির ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আর ফয়সাল আহমেদ একই সিটির ৪৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ১০টার দিকে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে মো. আমিরকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল। একই দিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

Leave a Comment

Footer Section