নেত্রকোনায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলার বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কুমুদগঞ্জ মোড়ে এক গৃহবধূকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে শ্লীলতাহানি করা হয়। অভিযোগ উঠেছে, সালমান রহমানের নেতৃত্বে কয়েকজন যুবক এই ঘটনা ঘটিয়েছে। অ্যাম্বুলেন্সে গৃহবধূ ও তার চাচা ঢাকার দিকে ফিরছিলেন। তখন সালমান রহমানসহ অন্য যুবকেরা তাঁদের থামিয়ে, গৃহবধূকে নামিয়ে শ্লীলতাহানি করে। এর প্রতিবাদ করলে ওই নারী ও তার চাচাকে মারধর করা হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করেছে। এই ঘটনার পর ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সালমান রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে এবং তাঁকে বহিষ্কার করে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেন যে, দলের নির্দেশনা অনুযায়ী সালমান রহমানের সঙ্গে কোনো নেতা-কর্মী সম্পর্ক রাখবেন না।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ওই নারীর চাচা বলেন, “ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমানসহ যুবকেরা আমার ভাতিজিকে গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করেছে। আমি বিষয়টি পুলিশকে জানিয়ে দুই ঘণ্টা পর তাঁর উদ্ধার করিয়েছি। আমি আশা করি, ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার হবে।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম।