ভারতের হামলায় পাকিস্তানে নিহত ২৬, আহত ৪৬

News Desk

ভারতের হামলায় পাকিস্তানে নিহত ২৬, আহত ৪৬| Dhakainlight.com

পাকিস্তানের ছয়টি ভিন্ন ভিন্ন স্থানে ভারতের চালানো হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর)। আজ ৭ মে বুধবার সকালে স্থানীয় সময় ১০টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালানো হয়। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে। সেখানে ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুইজন তিন বছরের শিশু, সাতজন নারী এবং চারজন পুরুষ। আহত হয়েছেন ৩৭ জন, যাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৯ জন নারী।

মুজাফফরাবাদে হামলার লক্ষ্য ছিল বিলাল মসজিদ। সেখানে নিহত হয়েছেন তিনজন। আহত হয়েছেন এক কিশোর ও এক কিশোরী।

কোটলির আব্বাস মসজিদেও হামলা চালানো হয়। সেখানে নিহত হয়েছেন ১৬ ও ১৮ বছর বয়সী দুই তরুণ। আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে।

পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদে হামলায় তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। এ হামলায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় মৃৎশিল্পীরাও।

শিয়ালকোট ও শাকারগড়ে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হলেও একটি দোকানে আংশিক ক্ষতির কথা জানান আইএসপিআরের মহাপরিচালক।

নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের গোলাগুলিতে নিহত হয়েছেন আরও পাঁচজন বেসামরিক নাগরিক। এদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

ভোর ৪টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে আহমেদ শরিফ ভারতের এ হামলাকে ‘বিনা উসকানিতে চালানো ভিতুসুলভ হামলা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা জবাব দিচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব।”

এই হামলা ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Leave a Comment

Footer Section