‘ব্যাচেলর পয়েন্ট’ ফিরছে নতুন সিজনে, চমক নিয়ে আসছেন নির্মাতা অমি

News Desk

তরুণ প্রজন্মের বহুল পছন্দের নাট্য সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে এল সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আসছে সিরিজটির নতুন সিজন। নির্মাতা কাজল আরেফিন অমি জানালেন, দর্শকদের আর অপেক্ষায় রাখতে চান না তিনি—খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নতুন সিজন নিয়ে।

সিরিজটির যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। টানা চারটি সিজনে দর্শকের ভালোবাসা পেয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। শেষবার সিজন ৪ প্রচারিত হয় ২০২২ সালের ২৪ ডিসেম্বর। ১১৬তম পর্বে এসে সিজনটির সমাপ্তি ঘটে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায়, ফ্যান গ্রুপে এবং বিভিন্ন ইভেন্টে দর্শকরা জানিয়ে আসছিলেন তাদের আগ্রহ—”কবে ফিরছে ব্যাচেলর পয়েন্ট?”

প্রত্যেক সিজনে মজার গল্প, হাস্যরস, বাস্তবতার ছোঁয়া ও তরুণ সমাজের জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে। পাশা, হাবু, কাবিলা, শুভ, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির ও অন্তরা—এই চরিত্রগুলো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অনেকে তো বলেই ফেলেন, “ব্যাচেলর পয়েন্ট না দেখলে তরুণ বয়সটাই অপূর্ণ থেকে যায়!”

নির্মাতা কাজল আরেফিন অমি সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “দর্শকদের প্রতিক্রিয়া, ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমি চাই না তারা আর বেশি অপেক্ষা করুক। নতুন সিজনের ঘোষণা খুব দ্রুত আসবে।”

উল্লেখ্য, জনপ্রিয় এই সিরিজটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, শিমুল, পাভেল, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, পারসা ইভানা প্রমুখ।

এবার দেখার পালা—নতুন সিজনে ‘ব্যাচেলর পয়েন্ট’ কী নতুন চমক নিয়ে হাজির হয়! দর্শকদের অপেক্ষার প্রহর এবার হয়তো শেষের পথে।

Leave a Comment

Footer Section