লামা ৪-এর দুটি নতুন এআই মডেল উন্মোচন করল মেটা, বড় চমক আসছে ২৯ এপ্রিল

News Desk

📍 ঢাকা ইন লাইট ডট কম প্রযুক্তি ডেস্ক

জেনারেটিভ এআই দৌড়ে নেতৃত্ব নেওয়ার লক্ষ্যে নতুন দুটি ওপেনসোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল উন্মোচন করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। ‘লামা ৪ স্কাউট’ ও ‘লামা ৪ ম্যাভেরিক’ নামের এই দুটি মডেল ব্যবহারকারীদের জন্য এখন উন্মুক্ত।

মেটা জানিয়েছে, এই মডেলগুলো আরও উন্নত যুক্তি বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, এমনকি ওয়েব ব্রাউজ করতেও পারবে। এআই এজেন্টগুলো ভোক্তা ও ব্যবসার জন্য বিভিন্ন কার্যকরী কাজ পরিচালনা করতে পারবে। মেটা বলছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডাইরেক্ট এবং তাদের নিজস্ব ওয়েবসাইটে এই মডেলগুলো ব্যবহার করে দেখা যাবে।

তবে এখানেই শেষ নয়। ‘লামা ৪ বেহিমথ’ নামে আরও বড় ও শক্তিশালী একটি মডেল এখনো প্রশিক্ষণ পর্যায়ে রয়েছে, যা ভবিষ্যতে অন্য এআই মডেলগুলোর জন্য “শিক্ষক” হিসেবে কাজ করবে বলে জানিয়েছে মেটা।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, “আমাদের লক্ষ্য বিশ্বের শীর্ষস্থানীয় এআই তৈরি করা এবং এটি ওপেন সোর্স করে সবাইকে ব্যবহারের সুযোগ করে দেওয়া। লামা ৪ তার প্রমাণ দিতে শুরু করেছে।”

এদিকে, আগামী ২৯ এপ্রিল মেটা আয়োজন করতে যাচ্ছে তাদের প্রথম এআই সম্মেলন ‘লামাকন’, যেখানে আরও চমকপ্রদ উদ্ভাবনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, মেটা একটি স্বতন্ত্র এআই চ্যাটবট অ্যাপ আনার পরিকল্পনা করছে, যার ঘোষণা আসতে পারে দ্বিতীয় প্রান্তিকে।

📲 আরও আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ইন লাইট ডট কম-এ।

Leave a Comment

Footer Section