গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত, ২৪ ঘণ্টায় নিহত ৪৬, মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

News Desk

📍 ঢাকা ইন লাইট ডট কম ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ জন।

গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া এই হামলায় এ পর্যন্ত এক হাজার ৩০৯ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অন্তত তিন হাজার ১৮৪ জন আহত হয়েছেন। ফিলিস্তিনের গাজা-ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘর্ষের ১৭ মাসে গাজায় মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। আহতের সংখ্যা লাখের ঘর ছাড়িয়ে গেছে।

সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে জরুরি সেবাদানকারী ১৫ কর্মীর মৃত্যুর ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত ২৩ মার্চ সংঘটিত এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনী প্রথমে দাবি করে, আলোবিহীন গাড়িবহরের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গুলি চালানো হয়েছিল এবং গাড়িগুলোর আগাম চলাচল সম্পর্কে তাদের জানানো হয়নি। তবে পরে সেনাবাহিনী ভুল স্বীকার করে জানায়, ওই হামলা তাদের ভুলের ফলেই ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ভোর হওয়ার ঠিক আগে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর কোনো রকম সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়।

গাজায় চলমান এই মানবিক বিপর্যয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।

📍 এই সংক্রান্ত আরও আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ইন লাইট ডট কম-এ।

Leave a Comment

Footer Section