গণআন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি চেয়ে রিট আবেদন।

News Desk

গণআন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি চেয়ে রিট আবেদন। Dhakainlight.com

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তৈরি চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র বিশেষ প্রদর্শনী অনুমোদন না দেওয়ার ঘটনায় রিট দায়ের করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলালের পক্ষে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

রিটে তিনদিনের মধ্যে ‘দ্য রিমান্ড’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ ইস্যু করার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে বিবাদী করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ভাইস চেয়ারম্যান ও উপ-পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এ সংক্রান্ত বিষয়টি মঙ্গলবার (১৭ মার্চ) উপস্থাপন করা হলে শুনানির জন্য বুধবার (১৯ মার্চ) দিন ঠিক করেন হাইকোর্ট।

আজ হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে আজ বিষয়টি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ২০২৪ সালের ৩০ ডিসেম্বর চলচ্চিত্রটির পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু অদ্যাবধি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ স্বৈরাচারীর প্রেতাত্মারা সার্টিফিকেশন সনদপত্র ইস্যু করছেন না। এরপরে চলচ্চিত্র প্রদর্শনীর অনুমোদনে আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি পরপর দুবার লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কিন্তু এ বিষয়ে কোনো সাড়া না দেওয়ায় আমরা রিট আবেদন করি।

প্রযোজক ও নির্মাতা সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, বাংলার জমিনে এবং বাঙালি জীবনে এক অভূতপূর্ব ঘটনা আগস্ট ২০২৪। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও অনিবার্য আন্দোলনের ঘটনাবলির প্রেক্ষাপটে রেড পোস্ট ক্রিয়েশনের ব্যানারে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’। ২০২৪ আন্দোলনে ছাত্র-জনতার বীরত্ব ও তার ইতিবৃত্ত এ চলচ্চিত্রে উপস্থাপন করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রক্তস্নাত বাংলাদেশে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘দ্য রিমান্ড’র সনদপত্র ইস্যুর ক্ষেত্রে কর্তৃপক্ষ শীত-নিদ্রা যাপন করে- বর্তমানে বসন্ত নিদ্রায় অবচেতন হয়ে পড়ে আছেন। এ কারণে বিষয়টি নিয়ে আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। সার্টিফিকেশন সনদপত্র ইস্যুর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য আদালতের কাছে নিবেদন পেশ করেছি।

সুত্র/ জাগো নিউজ

Leave a Comment

Footer Section