আপনারা দেখেন গড়, আমরা ইমপ্যাক্ট—রোহিতের ফর্ম নিয়ে গম্ভীর

admin2

আপনারা দেখেন গড়, আমরা ইমপ্যাক্ট—রোহিতের ফর্ম নিয়ে গম্ভীর. Dhakainlight.com

বড় রান পাচ্ছেন না। ইংল্যান্ড বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ১টি সেঞ্চুরি করার পর খেলা ৫ ইনিংসে তাঁর সর্বোচ্চ ৪১। পরিসংখ্যান দেখে মনেই হতে পারে, রোহিত শর্মা ফর্মে নেই। ভারত ফাইনালে ওঠার পরও তাই অধিনায়ক রোহিত কত দিন এভাবে খেলবেন, তা নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে।

গম্ভীর অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওসব গড়টড় তারা দেখেন না। ভারতীয় দল এই মুহূর্তে খোঁজে ইমপ্যাক্ট। সেটাই রোহিতের মধ্যে আছে বলে মনে করেন গম্ভীর।

তিন বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে টি-টোয়েন্টির ছায়া ফেলার চেষ্টা করছেন রোহিত।ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে কীভাবে বেশি বেশি রান তোলা যায়, সেদিকেই মনোযোগ থাকে তাঁর।

এই সময়ে ৪২ ম্যাচে তিনি ব্যাটিং করেছেন ১১৮.৭৭ স্ট্রাইক রেটে, যা তাঁর ক্যারিয়ার স্ট্রাইক রেটের চেয়ে অনেক বেশি—৯২.৮১। এভাবে খেলতে গেলে বিপদও আসে বেশি। যদিও এই সময়ে রোহিত ব্যাটিং করেছেন ৪৮.৮৯ গড়ে, যা তাঁর ক্যারিয়ার গড়ের চেয়ে বেশি—৪৮.৬৪। এরপরও সাম্প্রতিক ব্যর্থতায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে।


এমনকি একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টে দলকে ফাইনালে তোলার পরও। তিনি অবশ্য টিম ম্যানেজমেন্টকে পাশেই পাচ্ছেন।

রোহিতকে নিয়ে ওঠা প্রশ্নের জবাব গম্ভীর দিয়েছেন এভাবে, ‘দেখুন, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল সামনে। এর আগে কী বলতে পারি? যদি আপনার অধিনায়ক এমন একটা গতিতে ব্যাটিং করে, এটা ড্রেসিংরুমে ভালো একটা বার্তা দেয় যে আমরা ভয়ডরহীন, সাহসী ক্রিকেট খেলতে চাই। আপনারা রান মূল্যায়ন করেন, আর আমরা ইমপ্যাক্ট দেখি। এটাই পার্থক্য। সাংবাদিক, বিশেষজ্ঞ হিসেবে আপনারা সংখ্যা দেখেন, গড় দেখেন। কিন্তু কোচ হিসেবে, দল হিসেবে আমরা এসবের দিকে তাকাই না। অধিনায়ক যদি দলকে সাহায্য করার জন্য সবার আগে হাত বাড়িয়ে দেয়, ড্রেসিংরুমের জন্য এর চেয়ে ভালো কিছু নেই।’

চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম চার ম্যাচে ব্যর্থ হওয়া রোহিত ফাইনালে কেমন করেন—সেটাই এখন দেখার বিষয়। ৯ মার্চ দুবাইয়ে হবে ফাইনাল।

Leave a Comment

Footer Section