ছাত্র–জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়া গেছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘বিপ্লবোত্তর’ অনেক কিছু হবে বলে কল্পকাহিনি প্রচার করা হয়েছিল, তার এক ভাগও হয়নি। যতটুকু হয়েছে, সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যেটা জামায়াত সমর্থন করে না।
আজ রোববার রাজধানীর মিরপুরে এক ইফতার মাহফিলে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ঢাকা-১৫ আসনের ওলামায়ে কেরাম ও এতিমদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শফিকুর রহমান বলেন, এ দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও নানা ধর্মের মানুষের বসবাস রয়েছে। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক। মানুষ হিসেবে সবার কল্যাণে কাজ করা নিজেদের কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের আমির বলেন, দেশে দ্বীনের শিক্ষা যত সম্প্রসারিত হবে, সমাজ তত আলোকিত হয়ে উঠবে। দ্বীনের শিক্ষা সংকুচিত হলে অন্ধকার নেমে আসবে, যার প্রমাণ হচ্ছে পতিত আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসন। সে সময় আলেম-ওলামাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে নির্মম নির্যাতন চালানো হয়েছে। তাঁদের হাতে হ্যান্ডকাফ আর পায়ে ছিল ডান্ডাবেড়ি। অথচ চোর, ডাকাত, অপরাধী ও সমাজবিরোধীরা গোটা দেশ নির্বিঘ্নে দাপিয়ে বেড়িয়েছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। মাহফিলে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা প্রমুখ।