৩১ হাজার টাকার জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার

News Desk

৩১ হাজার টাকার জাল নোটসহ সাবেক শিবির নেতা গ্রেপ্তার. Dhakainlight.com

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩১ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মৃত শওকত আলীর ছেলে মো. মোদ্দাছির (২৫), তাঁর ১৭ বছর বয়সী বোন এবং তাঁদের খালাতো বোন।

উখিয়া উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, মোদ্দাছির ছিলেন উখিয়া উপজেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক। তিনি জানান, গত ডিসেম্বর থেকে মোদ্দাছির আর কোনো দায়িত্বে নেই।

অভিযান পরিচালনাকারী লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে অভিযান চালানো হয়। গ্রেপ্তার তিনজন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল নোটগুলো চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তাঁদের সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি এক হাজার টাকার নোট এবং ৩৬টি পাঁচ শত টাকার জাল নোট, যার মোট মূল্য ৩১ হাজার টাকা।

এই ঘটনায় লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রোববার দুপুরে গ্রেপ্তার তিনজনকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Footer Section