হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল বহিষ্কৃত

News Desk

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল বহিষ্কৃত. Dhakainlight.com

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ওরফে সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা–বাণিজ্যে জড়ানো এবং সংগঠনের মূল আদর্শের পরিপন্থী কাজের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনামুলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনামুল হক দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে চলছিলেন। সংগঠনের নাম ব্যবহার করে তিনি ব্যক্তিস্বার্থে মামলা–বাণিজ্যে জড়ান এবং সহিংস কর্মকাণ্ডেও অংশ নেন।

সংগঠনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার ও সদস্যসচিব মাহদী হাসানের যৌথ নির্দেশে এনামুলকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন জেলা মুখপাত্র রাশেদা বেগম।

সংগঠনের জেলা সদস্যসচিব মাহদী হাসান আজ বুধবার বলেন, ‘আমরা দুর্নীতিপরায়ণ ও আদর্শবিরোধী কাউকে সংগঠনে রাখি না। এনামুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

অন্যদিকে এনামুল হক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যে অভিযোগ তুলে আমাকে বহিষ্কার করা হয়েছে, তা ভিত্তিহীন। তাছাড়া জেলার কোনো কমিটি অন্য জেলার নেতাকে বহিষ্কার করার অধিকার রাখে না, এটি সাংগঠনিক নিয়মবহির্ভূত।’

এ ঘটনায় সংগঠনের অভ্যন্তরে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Comment

Footer Section