প্রতিনিধি, গাজীপুর | ০৯ মে ২০২৫, ১৭:০৭
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে তাঁকে কারাগারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেল সুপার কাওয়ালিন নাহার।
এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গত বছরের জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হন। সেই ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।
গ্রেপ্তারের পর আজ সকাল ১০টার দিকে সেলিনা হায়াৎ আইভীকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সকালে ডিবি কার্যালয় থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় আইভীকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা দেখা যায়। আদালত চত্বরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাও লক্ষ্য করা গেছে।
এই মামলায় গ্রেপ্তার এবং কারাবন্দি হওয়া একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রী হিসেবে সেলিনা হায়াৎ আইভীর ঘটনাটি জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।